আমুদরিয়া নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদী সাব্যস্ত করে এক দিনে ইরাকে ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। বুধবার ইরাক সরকারের পক্ষ থেকে এক বিদেশি সংবাদ সংস্থার কাছে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। যাঁদের ফাঁসি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। চলতি বছরে ইরাকে একদিনে এতসংখ্যক দোষী সাব্যস্তের ফাঁসির ঘটনায় বিশ্ব জুড়ে আলোড়ন পড়েছে। রাষ্ট্রসঙ্ঘের এক প্রতিনিধিও উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে যাদের ফাঁসি হয়েছে, সকলেই ইরাকি নাগরিক বলে একটি সূত্রে দাবি করা হয়েছে। ইরাকের আল হাট জেলে ওই সাজা দেওয়া হয়েছে। চলতি বছরে ইরাকে দেশবিরোধী ও জঙ্গি সাব্যস্ত করে ১০০ জনকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে সে দেশের আদালত। তার মধ্যে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ২৪ জনের সাজা কার্যকর হয়েছে।