আমুদরিয়া নিউজ : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি রেলওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এবং ৫০এর বেশি আহতের খবর পাওয়া যাচ্ছে।
একটি জনপ্রিয় সকালের ট্রেনে এই বিস্ফোরণটি ঘটেছে বলে খবরে প্রকাশ।
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটা স্টেশনে থেকে পেশোয়ারের উদ্দেশে ট্রেনটি চলে।
‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ নামে একটি জঙ্গি গোষ্ঠী স্বীকার করেছে যে, তারা এই বোমা হামলাতি চালিয়েছে। এবং পাকিস্তান পুলিশ এটাকে আত্মঘাতী হামলা বলে মনে করছে।
স্থানীয় সম্পদের ওপরে স্বাধীনতা এবং নিয়ন্ত্রণের দাবি হিসেবেই এইরকম হামলা পাকিস্তানে চলছে বলে অভিজ্ঞ মহলের অভিমত।
সিনিয়ার পুলিশ অফিসার মুহম্মদ বোলাচ জানিয়েছেন যে, ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’র একজন আত্মঘাতী বোম্বার নিজের শরীরে প্রায় ৬-৮কেজি বিস্ফোরক নিয়ে এই বোমা ফাটিয়েছে।
বোমা বিস্ফরণে নিহত এবং আহতদের বেশিরভাগটাই সাধারণ মানুষ এবং তাদের সাথে বেশকিছু মিলিটারি সৈনিকও ছিল, জানিয়েছেন পাকিস্তানের সিনিয়ার পুলিশ অফিসার মুহম্মদ বোলাচ।