আমুদরিয়া নিউজ : কুয়াশার সঙ্গে জুড়েছে দূষণের ধোঁয়া। সব মিলিয়ে ভয়ঙ্কর ধোঁয়াশায় কাবু দিল্লিবাসী। কনকনে ঠাণ্ডাও পড়েছে। তাই শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে নেমেছে। অন্তত ২৫০টি বিমানের উড়ানে দেরি হয়েছে। ৫টি বিমান বাতিল হয়েছে। ১০টির বেশি বিমানকে ঘুরপথে চালাতে হয়েছে। ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে বলে রেল জানিয়েছে।