আমুদরিয়া নিউজ : বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে মুম্বই তাজ হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহের হুসেন রানাকে ভারতে পাঠানোয় সম্মতি দিয়েছে আমেরিকা। তিনি এখন লস এঞ্জেলসের ডিটেনশন সেন্টারে রয়েছেন। ২০১৩ সালে তাকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছিল আমেরিকা। ২০২০ সালে কোভিডের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। ২০২৩ সালে ফের এই মামলা ওঠে। তা নিয়ে দীর্ঘ প্রক্রিয়ার পরে এ বছর তাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এটা ভারতের জন্য এক বিরাট জয় বলে ভাবা হচ্ছে।