আমুদরিয়া নিউজ : জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় জঙ্গি হামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে জম্মু কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন একাধিক মানুষ। তাঁদের উদ্ধার করতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। যেহেতু সেই জায়গাটিতে শুধুমাত্র হেঁটে কিংবা ঘোড়ায় চেপে যাওয়া যায় তাই অন্য কোন যানবাহন যাওয়াও সম্ভব নয়। বিকেলেই শ্রীনগরে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তিনি সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে বৈঠকও করেছেন। জঙ্গিদের যত তাড়াতাড়ি সম্ভব খতম করতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
