আমুদরিয়া নিউজ : প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে ওই আবেদন করা হয়েছে। আগেই সোমবার রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ একই আবেদন করেছে সুপ্রিম কোর্টে। এবার রাজ্য সরকার সরাসরি আবেদন করে জানাল, রায় কার্যকর করতে গেলে প্রশাসনিক সমস্যা হতে পারে। বহু স্কুলে পড়াশোনা বন্ধ হতে পারে। কয়েকটি স্কুলে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে। তাই জরুরি ভিত্তিতে বুধবার মামলাটির শুনানির আর্জি পেশ করেছে রাজ্য সরকার।