আমুদরিয়া নিউজ : প্রায় ১১ লক্ষ টাকার গাঁজা পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল মালদহ জি আর পি। তারা মালদহ টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিল। সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রায় ২৮ কেজি গাঁজা। জিআরপি সুত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ঝন্টু সরকার (৩৫)। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর পাড়া থানার নরসিংহপুর গ্রামে। অপর জনের নাম গোবিন্দ উপাধ্যায় (৩৩)। বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়।
