আমুদরিয়া নিউজঃ মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল ভাই-বোন। বৃহস্পতিবার দুপুরে দুই ভাই-বোন সহ আরেক শিশু পাশে ধরলা নদীতে ঝিনুক কুড়োতে যায়। সেই ঝিনুক কুড়োতে নদীতে নামাই কাল হলো। ধরলা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল তিন শিশুর। এদিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানের ঘাট এলাকায়। মৃত তিন শিশুর নাম আকাশ অধিকারী, সুস্মিতা অধিকারী ও অঙ্কুশ বর্মন। এই ঘটনায় হাসানের ঘাট সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ভাই-বোন সহ ওই তিন শিশু পার্শ্ববর্তী ধরলা নদীতে ঝিনুক কুড়োতে নামে। তখনই এই বিপত্তি ঘটে। নদীতে তলিয়ে যায় তারা। স্থানীয়রা তাদের নদী থেকে উদ্ধার করে। ততক্ষণে দুই শিশুর মৃত্যু হয়েছিল বলে জানা যাচ্ছে।অঙ্কুশকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধরলা নদীর হাসানের ঘাট এলাকায় প্রচুর মানুষ ভিড় জমান। কান্নায় ফেটে পড়েন মৃত শিশুদের আত্মীয় স্বজন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।