আমুদরিয়া নিউজ : সহপাঠীকে বিয়ে করার জন্য নিজের তিন ছেলেমেয়েকে তোয়ালে চাপা দিয়ে খুনের অভিযোগে এক বধূকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ মার্চ হায়দরাবাদের আমিনপুরের ঘটনা। ওই দিন ৩০ বছর বয়সী বধূ রাজিতার বাড়িতে তাঁর তিন ছেলেমেয়েকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। রাজিতাও পেট ব্যাথা হয়েছে বলে চেঁচাতে থাকেন। বাড়ির লোক ও প্রতিবেশীরা সকলকে হাসপাতালে নিয়ে যান। রাজিতা সেখানে জানান, তাঁরা দইভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে তিনটি ছেলেমেয়েকে (যাদের বয়স যথাক্রমে ১২, ১০ এবং ৮ বছর) মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তে দেখা যায় তাদের শ্বাসরোধ করে মারা হয়েছে। এর পরে পুলিশ রাজিতাকে গ্রেফতার করে। জেরায় জানতে পারে, বছর ১৫ আগে রাজিতার বিয়ে হয় ৫০ বছর বয়সী একজনের সঙ্গে। স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। সম্প্রতি রাজিতার সঙ্গে তাঁর স্কুলের সহপাঠী
সুরু শিবকুমারের (৩০) দেখা হয়। সুরু শর্ত দেয়, ছেলেমেয়েদের রেখে এলে সে রাজিতাকে বিয়ে করবে। তখন রাজিতা ছেলেমেয়েদের মেরে ফেলার ছক কষে। সুরু তাতে সায় দেয়। পুলিশ সুরুকেও গ্রেফতার করেছে।

সহপাঠীকে বিয়ের জন্য ৩ সন্তানকে খুন, ধৃত বধূ সহ ২
Leave a Comment