আমুদরিয়া নিউজ : চিন মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন আগেই তৈরি করেছে। এবার বুধবার ভোরে সেই মহাকাশ স্টেশনে থেকে ৬ মাস ধরে গবেষণা ও পর্যবেক্ষণের জন্য ৩ নভোচরকে পাঠাল চিন। যাঁদের মধ্যে একজন মহিলা মহাকাশচারী। এদিন ভোরে মঙ্গোলিয়ার একটি স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্পেসশিপটি পাঠিয়েছে চিন।
তিন মহাকাশচারী হলেন, ৪৮ বছর বয়সী কাই ঝুজে, ৩৪ বছর বয়সী সঙ লিঙডং। তৃতীয় জন হলেন মহিলা
Leave a Comment