আমুদরিয়া নিউজ : আয়কর দফতর হানা একজন প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালাতে গিযে তাঁর পুকুরে ৩টি কুমির দেখে চমকে গিয়েছে। মধ্যপ্রদেশের ঘটনা। বৃহস্পতিবার ঘটনাটি সামনে এসেছে। বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ সিংহ রাঠোরের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে তল্লাশি চলে রবিবার থেকে। ওই প্রাক্তন বিধায়কের এক সঙ্গীর বাডিতেও তল্লাশি হয়। সে সময়ে সোনা, টাকা, বিদেশি গাড়ি ছাড়াও পুকুরে ৩টি জ্যান্ত কুমির ঘোরাফেরা করতে দেখে অফিসারররা স্তম্ভিত হয়ে যান।
কুমির ৩টি বন দফতর বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এভাবে বাড়িতে কুমির পোষার আড়ালে ভয়ঙ্কর কোনও মতলব আছে কি না তা খতিয়ে দেখছেন অফিসাররা।