আমুদরিয়া নিউজ : সাইবার হামলার মুখে পড়েছে আমেরিকার ডিজিটাল লাইব্রেরি মানে ইন্টারনেট আর্কাইভ। ভিডিও, ছবি, বই ও দলিল সংরক্ষণের জন্য এই আর্কাইভ ব্যবহার করেন বিশ্বের অনেকেই। সেই ওযেবসাইটটিতে ৫ ঘণ্টা ধরে হামলা চালিয়ে ব্যবহারকারীদের ইমেল, পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। প্রায় ৩ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে।
ইন্টারনেট আর্কাইভের প্রতিষ্ঠাতা ব্রুস্টার কাহলে হ্যাকারদের হামলার কথা মেনে জানান, তাঁরা যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে এসসএন আন্ডারস্কোর ব্ল্যাক মেটা নামে হ্যাকারদের একটি দল দাবি করেছে, তারা এই সাইবার হামলা চালিয়েছে। তাদের দাবি, ইন্টারনেট আর্কাইভ মার্কিন প্রতিষ্ঠান বলেই হামলা চালিয়েছে তারা।