আমুদরিয়া নিউজ : দুটি ছোট গাড়ির সংঘর্ষে এক গর্ভবতী মহিলা সহ 3 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ডুয়ার্সের মালবাজারের কাছে চালসা-মালবাজার জাতীয় সড়কের ঘটনা। একটি গাড়িতে চালসা থেকে মালবাজার যাচ্ছিলেন গর্ভবতী মহিলা ও তাঁর বাড়ির লোকজন। উল্টোদিক থেকে আসা একটি সংবাদপত্র বোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানান, সরস্বতী ওরাওঁ (২৫ বছর) ও টুসি ওরাওঁ (২০ বছর) এর ঘটনাস্থলে মৃত্যু হয়। আমন এক্কা (২৭ বছর) হাসপাতালে মারা যান। মৃতদের বাড়ি বানারহাটের চা বাগানে। দুজন আহত হন, তাঁরা হলেন প্রেম ওরাওঁ ও সীতা ওরাওঁ। দুজনেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
