আমুদরিয়া নিউজ : ইজরায়েলের তেল আভিভে পর পর তিনটি বাস বিস্ফোরণে উড়ে যায়। এর পালটা উত্তরে ওয়েস্ট ব্যাঙ্কে সেনা অভিযানের নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি চলছে। কিন্তু, উত্তপ্ত রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক। জঙ্গিদের কার্যকলাপ রুখতে সেখানে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। গাজার মতই একই পরিণতি ওয়েস্ট ব্যাঙ্কেরও হবে না তো, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সেখানকার মানুষের মনে।
