আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের লিসাদি গেট পুলিশ স্টেশন এলাকায় একটি বাড়ি থেকে পরিবারের ৫ জনেরই দেহ মিলেছে। বাবা-মা ও তিন মেয়ের দেহ উদ্ধারের এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলের ঘটনা। ৪-৫ দিন ধরে ওই বাড়ির বাইরে তালা ঝুলছিল। প্রতিবেশীরা কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। মৃত তিন শিশুকন্যার নাম হল আফসা (৮), আজিজা (৪), আদিবা (১)। তাদের দেহ খাটের বক্সে পাওয়া গিয়েছে। তাদের বাবা-মায়ের দেহ মেলে ঘরের মেঝেয়। তাঁদের খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
