আমুদরিয়া নিউজ : অসমে জলমগ্ন কয়লাখনি থেকে শনিবার রাত পর্যন্ত চারটি দেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার, ৬ জানুয়ারি ওই খনি প্লাবিত হয়। প্রায় ৩০০ ফুট গভীরে ৯ শ্রমিক আটকে পড়েন। শনিবার ড্রোন ব্যবহার করে এই ৩০০ ফুট গভীর খনিতে দেহগুলি চিহ্নিত করা সম্ভব হয়। পরে ডুবুরি নামিয়ে সেই দু’টি দেহ উদ্ধার করা হয়। সেই দু’জন মৃত শ্রমিকের নাম হল – কোকরাঝাড় জেলার খুশি মোহন রাই (৫৭) ও শোণিতপুর জেলার শরৎ গোয়ারি (৩৭)। এখনও খনিতে নিখোঁজ রয়েছেন অসমের দরং জেলার হুসেন আলি (৩০), জাকির হুসেন (৩৮), মুস্তাফা শেখ (৪৪), কোকরাঝাড় জেলার সরপা বর্মন (৪৬) এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সঞ্জিত সরকার (৩৫)।
