আমুদরিয়া নিউজ : আর কদিন পরেই ২ নভেম্বর থেকে মানালিতে ওয়ার্ল্ড প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়শিপ হবে। তাতে অংশ নিতে দেশ-বিদেশের প্রতিযোগীরা ভিড় করেছেন। মঙ্গল ও বুধবার পর পর দুজন প্যারাগ্লাইডারের মৃত্যু হল আকাশে ওড়ার পরে দুর্ঘটনায়। মঙ্গলবার মহড়া দিতে গিয়ে এক প্যারাগ্লাইডারের সঙ্গে আকাশে সংঘর্ষ হলে বেলজিয়মের এক প্যারাগ্লাইডার মারা যান। তাঁর আপতকালীন প্যারাসুট খোলেনি। যাঁর সাথে সংঘর্ষ হয়েছিল তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার চেক প্রজাতন্ত্রের এক প্রতিযোগী আকাশের ওড়ার সময় প্রবল ঝোড়ো হাওয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে মারা যান। এর আগে প্রতিযোগিতায় অংশ নিতে আসা এক ৫০ বছর বয়সী রাশিয়ান প্রতিযোগী হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
