আমুদরিয়া নিউজ : রেশন দুর্নীতি মামলায় এবার তিন জন চালক মালিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সূত্র অনুযায়ী, ওই মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারি সূত্রে জানা গিয়ে্ছে, রেশন দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগসাজশের অভিযোগে ওই ৩ জন চালকল মালিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে পেশ করে হেফাজতে চেয়েছে ইডি।