আমুদরিয়া ডেস্কঃ জাপান এবার আরও একটি পরিসংখ্যানে সারা বিশ্বের নজর কাড়ল। তা হল, জাপানের বয়স্ক মানুষের সংখ্যা। যা কি না এখন রেকর্ড প্রায় ৩৭ মিলিয়ন জন। তথ্য অনুসারে, ৬৫ বছর বা তার বেশি বয়সী জাপানিরা এখন জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ।
জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রক রবিবার এই পরিসংখ্যান সামনে এনেছে। য়া কি না পৃথিবীর যে কোনও দেশের তুলনায় অনেক বেশি। এদের মদ্যে প্রায় ২১ মিলিয়ন নারী। প্রায ১৬ মিলিয়ন পুরুষ। সবাই বয়স্ক।
বয়স্কদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কমবয়সীদের সংখ্যা কমছে। জন্মহার কমছে। ফলে, জাপান সরকারকে বয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা এবং তাদের কল্যাণে বেশি টাকা খরচ করতে হচ্ছে। জাপানের জনসংখ্যা বৃদ্ধির হারও কমছে। জাপান এখন এই পরিস্থিতি কীভাবে সামাল দিতে পারে সেটাই দেখার।