আমুদরিয়া নিউজ : কালীপুজো উপলক্ষ্যে মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সুকুমার রঞ্জন সরকার। কুমারগ্রাম ব্লকের বারোবিশা বিবেকানন্দ ক্লাব আয়োজিত কালীপুজো উপলক্ষ্যে চৌদ্দ দিনের ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার সন্ধ্যায় মন্ত্রী উদয়ন গুহ ঐতিহ্যবাহী এই মেলার উদ্বোধন করেন। ক্লাব সম্পাদক শংকর ঘোষ জানান তাদের এই মেলাও কালীপূজো এবার পঞ্চান্নতম বর্ষে পা দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীকে বৈরাতি নৃত্যের মাধ্যমে বরন করে নেওয়া হয়। মেলার উদ্বোধন এর পর মন্ত্রী প্রদীপ জ্বালিয়ে মেলার মুক্ত মঞ্চের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দিনহাটা পৌর সভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, ভল্কা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমা রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। বারোবিশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চৌদ্দ দিনের মেলায় থাকছে রকমারি দোকানপাট, বিভিন্ন সরকারি প্রদর্শনীর স্টল, মুক্ত মঞ্চে চৌদ্দ দিন ধরে পরিবেশিত হবে যাত্রা, কবির লড়াই, বিহু সহ বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠান।