আমুদরিয়া নিউজ : ক্রিসমাস ফান ফেয়ার হচ্ছিল। সেখানে বিনামূল্যে খাবার মিলবে। সঙ্গে নগদ টাকাও দেওয়া হবে। তাই উপচে পড়েছিল ভিড়। বুধবার নাইজেরিয়া দক্ষিণ পশ্চিমের ইবাদান শহরের ঘটনা। সেখানে এমন ভিড় হয় যে সামলাতে পারছিলেন না উদ্যোক্তারা। সে সময়ে হুড়োহুড়ি শুরু হলে ভিড়ের চাপে কয়েকশো শিশু মাটিতে পড়ে য়ায়। তাদের মধ্যে ৩৫ জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছে। ইংল্যান্ডের সংবাদ মাধ্যম স্কাই নিউজ এ খবর জানিয়েছে।
সংবাদ সূত্র বলছে, সেখানে ৫ হাজারেরও বেশি শিশু ভিড় করেছিল। তবে অনুষ্ঠান শুরুর আগেই দুর্ঘটনা ঘটে যায়। সে দেশের পুলিশ মেলার প্রধান আয়োজক সহ ৭ জনকে গ্রেফতার করেছে।