আমুদরিয়া নিউজ : পাকিস্তানে একটি বিস্ফোরণ ঘটনায় মৃত ৪ এবং আহত ৩২ জন। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে বালোচিস্তান দিয়ে যাওয়া একটি বাসে। বাসে আগে থেকেই বিস্ফোরক প্লান্ট করা ছিল এবং পুলিশের অনুমান বাসযাত্রী উচ্চপদাধিকারী এসএসপি জোহেব মহসিন ও তাঁর পরিবার এই হামলার লক্ষ্য ছিল।
বিস্ফোরনের পর পুলিশ দ্রুত ৪ টি দেহ ও ৩২ জন আহত ব্যক্তিকে নিকটতম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন।