আমুদরিয়া নিউজ : কোচবিহারের কালজানি এলাকায় রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ একটি ছোট গাড়ি রাস্তার ধারের জলাশয়ে উল্টে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। সকলেই একই পরিবারে। পুলিশ জানায়, মৃতদের নাম হল, সঞ্জিত রায় (৩৫) ও বিপাশা সরকার রায় (৩৩)। তাঁদের দুই সন্তানেরও মৃত্যু হয়েছে। তাদের নাম ইভান (২) ও ইশাশ্রী (৯)।
সঞ্জিত নাটাবাড়ি হাইস্কুলের শিক্ষক ছিলেন। বিপাশা নাটাবাড়ি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। পুলিশ জানিযেছে, তাঁরা সকলে তুফানগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে পিরছিলেন। ফেরার পথে রাস্তার ধারে গাড়িটি উল্টে যায়।