আমুদরিয়া নিউজ: গাছ ও সাইকেলের ধাক্কায় নয়ানজুলিতে পড়ে যায় চার চাকা গাড়ি। ঘটনায় মৃত চার, জখম একজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে মেচেদা থেকে চার চাকা গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল। হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের তমলুক থানার ভাণ্ডারবেড়িয়ার কাছে ঘটে দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি থাকায় গাছে ধাক্কা মারার পর গাড়ির ইঞ্জিন খুলে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তাদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিহতদের পরিচয় জানার চেষ্টায় পুলিশ।