আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন, পারা এলাকার একটি সরকারি পুনর্বাসন কেন্দ্রে রাতের খাবার খাওয়ার পর ৪ জন প্রতিবন্ধী শিশু মারা গেছে। কমপক্ষে ১৬ জন অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রটিতে বসবাসকারী ২০ জনেরও বেশি শিশু অসুস্থ হয়ে পড়ে, সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার কারণেই এমনটা হয়েছে বলে অনুমান কর্মকর্তাদের। বাকি শিশুদের স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য আশ্রয়কেন্দ্রে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। খাদ্যে বিষক্রিয়া নিয়ে তদন্তের জন্য কারণ কমিটি গঠন করা হয়েছে।
