ওয়েব ডেস্ক : বুধবার আমেরিকার জর্জিয়ার স্কুলে এক ছাত্র এলোপাথাড়ি গুলি চালানোর ফলে দুই শিক্ষক ও 2 ছাত্রীর মৃত্যু হয়। জখম হয় আরও ৫ জন। পুলিশ হামলাকীর ছাত্রটিকে গ্রেফতার করেছে। তার বয়স ১৪ বছর। কিন্তু আমেরিকার পুলিশ জানিয়ে দিয়েছে নাবালক হলেও তাকে সাবালক ধরে নিয়েই আইনের ধারা প্রয়োগ করা হবে। এই নিয়ে চলতি গত কয়েক বছরে আমেরিকায় স্কুলের মধ্যে ৪২টি বন্ধুক নিয়ে হামলার ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, ধৃত ছাত্রের নাম গ্রে অ্যাপালাচি। সে বাড়ির শিকারের বন্দুক নিয়ে হামলা চালায়। কেন হামলা চালিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
ওই হামলায় মারা গিয়েছে স্কুলের ছাত্র 14 বছর বয়সী ম্যাসন শেরমারহর্ন, 14 বছর বয়সী ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো এবং রিচার্ড অ্যাসপিনওয়াল, 39 এবং ক্রিস্টিনা ইরিমি, 53। দুই প্রাপ্তবয়স্কই গণিতের শিক্ষক ছিলেন এবং অ্যাসপিনওয়াল একজন সহকারী ফুটবল কোচও ছিলেন।

জর্জিয়ার স্কুলে বন্দুক নিযে হামলায নিহত ৪, ধৃত ১৪ বছরের পড়ুয়ীকে সাবালক ধরেই মামলা পুলিশের
Leave a Comment