আমুদরিয়া নিউজ : পুজোর মুখে শিলিগুড়ি তেনজিং মোরগে বাস টারমিনাসে উদবোধন হল চারটি নতুন বাসের। উদ্বোধন করলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। ৪ টি বাসের মধ্যে ২টি এসি রকেট বাস যা শিলিগুড়ি থেকে কলকাতা যাবে এবং ২ টি সিএনজি চালিত বাস যাবে শিলিগুড়ি থেকে কোচবিহার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।