আমুদরিয়া নিউজ : ভগ্নিপতির কোনও ছেলে নেই। কিন্তু ছেলে চাই-ই। এ হেন আবদার সামাল দিতে ভাড়াটের ৪ বছরের ছেলেকে চুরি করে ভগ্নিপতির হাতে তুলে দিয়ে গ্রেফতার হয়েছেন এক মহিলা। দিল্লির কমলানগরের ঘটনা। শিশুটিকে উত্তরপ্রদেশের আমরোহা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এক নাবালক সহ আরও তিনজনকে পুলিশ ধরেছে।
পুলিশ জানায়, ধৃত মহিলার বাড়িতে ৩ বছরের সিশুটি নিয়ে ভাড়া থাকেন এক দম্পতি। ৪ অক্টোবর ছেলেটি বাড়ির সামনে খেলার সময়ে নিখোঁজ হয়। পুলিওশ তদন্তে নেমে সিসি ক্যামেরা দেখে ওই বাড়িওয়ালির ছোট ছেলেকে প্রশ্ন করে। তাকে শেষ দেখা গিয়েছিল শিশুটির সঙ্গে। ছেলেটি জেরার মুখে জানিয়ে দেয়, বড়দের কথা শুনে ছেলেটিকে ভুলিয়ে বাইরে নিয়ে গিয়েছিল। এর পরে পুলিশ বাড়িওয়ালিকে গ্রেফতার করে।