আমুদরিয়া নিউজ : ভারতের পুরুষ দলকে টপ রেকর্ড গড়ল মেয়েদের টিম। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট টিম এক ইনিংসে করল ৪৩৫ রান। ভারতের পুরুষ-মহিলা নির্বিশেষে ওয়ান ডে তে এক ইনিংসে এটাই সবচেয়ে বেশি রান। ভারতের মহিলাদের ক্রিকেটে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির নজির গড়লেন স্মৃতি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই ঝড় তোলেন স্মৃতিরা। ওপেনিং জুটিতেই উঠে যায় ২৩৩ রান। প্রতিকা রাওয়াল করেন ১৫৪ রান।
এটাই ইন্টারন্যাশনাল ওয়ান ডে তে তাঁর প্রথম সেঞ্চুরি। স্মৃতি মাত্র ৭০ বলে সেঞ্চুরি করেছেন। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে এটাই দ্রুততম সেঞ্চুরি। ওয়ান ডে তে মোট ১০টি সেঞ্চুরি হয়ে গেল স্মৃতির। তিনি ৮০ বলে ১৩৫ রান করেন। তার পর রিচা ঘোষ ৪২ বলে ৫৯ রান করেন তিনি। ৫ উইকেট হারিয়ে ভারতের রান ওঠে ৪৩৫।