আমুদরিয়া নিউজ : বার্ড ফ্লুতে ৪৭টি বাঘের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ৩টি সিংহ ও একটি ব্ল্যাক প্যান্থারেরও মৃত্যু হয়েছে ওই রোগে। সিঙ্গাপুরের সরকারি ও বেসরকারি চিড়িয়াখানা মিলে অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটেছে। হোচিমিন সিটি সাফারি পার্ক সহ আরও কয়েকটি চিড়িয়াখানায় ওই রোগ ছড়ায়। ভিয়েতনামের নিউজ এজেন্সি সংবাদ মাধ্যমে ওই খবর দিয়েছে।
