আমুদরিয়া ডেস্ক: ফের জম্মু-কাশ্মীরে হতে পারে বড়সড়ো জঙ্গিহানা! তাই আগাম সতর্কতায় কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল সে রাজ্যের সরকার। জানা যাচ্ছে কাশ্মীরের মোট ৮৭টি পর্যটনস্থলের মধ্যে ৪৮টি-ই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসারনে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাকে।
মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। প্রথমে হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে লস্করের ‘ছায়া’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তারপরই উপত্যকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। ভেঙে দেওয়া হয়েছে জঙ্গিদের বাড়িঘর। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ঘরবাড়ি ভেঙে দেওয়ার প্রতিশোধ নিতে জঙ্গিরা আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে।
সেই আশঙ্কাতেই মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হল ৪৮টি পর্যটনস্থল। বন্ধ রয়েছে ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা। গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকের মতো জনপ্রিয় জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।