আমুদরিয়া নিউজ : প্রবল দাবদাহের মধ্যে সমুদ্র সৈকতে বাযুসেনার এয়ার সো দেখতে গিয়ে অসুস্থ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন অন্তত ৫০০ জন।য তাঁদের মদ্যে ১০০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতে রবিবার দুপুরে ঘটনাটি ঘটে।
সূত্র অনুযায়ী, ৯২তম ভারতীয় বিমানবাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে রবিবার সকাল ১১টা নাগাদ জনতা মেরিনা সৈকতে জড়ো হয়ে যায়। সূর্যের তাপ ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অনেকে ছাতা নিয়ে হাজির হন। আনুমানিক ১৫ লক্ষ লোকের জমায়েত হয়েছিল বলে অনেকের ধারণা।
দিল্লি ও চণ্ডীগড়ের পরে এবার তৃতীয় বারের শো হয় দক্ষিণ ভারতে। চেন্নাইয়ে প্রথম এয়ার শো করলো ভারতীয় বিমানবাহিনী। ২০২৩ সালের অক্টোবরে আইএএফ প্রয়াগরাজে এয়ার শো করেছিল বিমানব বাহিনী। ২০২২ সালে চণ্ডীগড়ে হয়েছিল।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, প্রচণ্ড গরমের খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ দাঁড়নোয় অনেকে জলশূন্যতায় আক্রান্ত হন। কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন। ভিড়ের তাপ, ঠেলাঠেলিতে শ্বাসকষ্ট হয় অনেকের। তাতেই কয়েকজন অজ্ঞান হয়ে যান। তাঁদের মধ্যে ৫ জনকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়।