আমুদরিয়া নিউজ : স্বাস্থ্যমন্ত্রীকে অপহরণের ষড়যন্ত্রের অভিযোগে জার্মানির এক রাজনৈতিক দলের ৫ সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে। যাদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে দেশে যুদ্ধ ও হিংসার পরিবেশ তৈরি করার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে এই দলটি কোভিড-১৯ চলাকালীন স্বাস্থ্যমন্ত্রী কার্ল লটারবাখকে অপহরণের চেষ্টা করেছিল। দীর্ঘ তদন্তের পর তাদের কারাদণ্ডের ঘোষণা করল আদালত।
