আমুদরিয়া নিউজ : আবারও কাশ্মীরে জঙ্গি হামলা হল। এবার শোনমার্গে জঙ্গি হামালায় এক ডাক্তার সহ ৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার একটি নির্মীয়মান সুড়ঙ্গে গুলি চালায় জঙ্গিরা।
গন্ডেরবাল জেলার শোনমার্গে টানেল তৈরি করছে কেন্দ্রীয় সরকার। কাশ্মীরের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতেই এই ভূগর্ভস্থ পথ তৈরির কাজ চলছে। শ্রমিকদের তাঁবু লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।