আমুদরিয়া নিউজ : দক্ষিণ কাশ্মীরের কুলগামে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের ঘটনা। সূত্রের খবর, ওই এলাকায় তল্লাশির সময়ে একটি এলাকায় জঙ্গি ডেরার হদিশ মেলে। জঙ্গিরা গোপন ডেরা থেকে গুলি চালানো শুরু করে। যৌত বাহিনী পাল্টা গুলি চালালে ৫ জনের মৃত্যু হয়।