আমুদরিয়া নিউজ : পৃথিবীর সপ্তম সর্বোচ্চ শৃঙ্গ ধৌলাগিরি আরোহণ করতে গিযে ৫ জন রাশিয়ান পর্বতারোহীর মৃত্যু হয়েছে। গত সোমবার তাঁরা ২৬ হাজার ৭০৭ ফুট উচ্চতায় নিখোঁজ হন। বুধবার তাঁদের দেহ মিলেছে। নেপালের ধৌলাগিরিতে ওঠার সময়ে বিপর্যয় ঘটে। তাতে সকলেই শৃঙ্গে ওঠার আগেই বিপাকে পড়েন।
