আমুদরিয়া নিউজ : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বারবার অস্বীকার করলেও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে যে ৫০ কোটি টাকা মিলেছে সেটা পার্থবাবুরই। বৃহস্পতিবার আদালতে এমনই দাবি করেছে এনফফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এদিন নিয়োগ দুর্নীতি মামলায় শুরু হয়েছে চার্জ গঠনের প্রক্রিয়া। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সব অভিযুক্তই আদালতে ছিলেন। ইডির দাবি, অর্পিতা মুখোপাধ্যায় এ কথা স্বীকার করেছেন।