আমুদরিয়া নিউজ : বাংলাদেশ থেকে ৫০ জন বিচারককে ভারতের ভূপালে ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য অনুমতি দিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শের পরে অনুমতি দিয়েছে সে দেশের আইন মন্ত্রক।
প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারকদের মনোনীত করা হয়েছে। আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন তাঁরা। বাংলাদেশের সংবাদ সংস্থা জানিয়েছে, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।