আমুদরিয়া নিউজ : টানা ১৫ বছর ধরে মানসিক চিকিৎসার নামে একের পর এক যুবতী ও নাবালিকাকে যৌন নিগ্রহের কুকীর্তি চালানোর পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ৪৭ বছর বয়সী ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। মানসিক চিকিৎসার নামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ক্যাম্প করতেন অভিযুক্ত। সেখানে কাউন্সেলিং করানোর নামে নাবালিকাদের ধর্ষণ ও যৌন নিগ্রহ করতেন তিনি। নির্যাতিতাদের গোপন ছবি ক্যামেরাবন্দি করে পরে সেই ছবি দেখিয়ে তাঁদের ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
