আমুদরিয়া নিউজ: ধোঁয়া সেবন করে মারা পড়ল প্লাজা লাতিনা শপিং সেন্টারের ছোট পাখি সহ ৫৭৯ টি প্রাণী। টেক্সাসের একটি শপিং মলে আগুন লাগার দরুন ঘটে এই ঘটনা। আগুন লাগার কারণ এখনো অজানা রয়েছে। কোনো মানুষ এর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন এসে না ঢুকলেও প্রচুর পরিমাণে ঘন ধোঁয়া এসে ঢুকেছিল এই দোকানটিতে। যার ফলে দোকানটির সব প্রাণী মারা যায়।