আমুদরিয়া নিউজঃ কালীপুজোর আগের দিন বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার হল দিনহাটায়। বুধবার সন্ধ্যায় প্রেস মিট করে একথা জানায় দিনহাটা থানার পুলিশ। উদ্ধার করা ওই নিষিদ্ধ বাজির মধ্যে ৫০০ প্যাকেট চকোলেট বোম সহ বিপুল পরিমাণ লঙ্কা বোম ও স্কাই শট রয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটার সোনী দেবী স্কুলের কাছে একটি পরিত্যাক্ত গোডাউন থেকে ওই বিপুল পরিমাণ শব্দ বাজি উদ্ধার করে পুলিশ। এদিন দিনহাটা থানায় প্রেস মিট করে এই তথ্য জানান সদর মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়ন্ত মোদক। নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করতে অভিযান জারি থাকবে বলে জানা গিয়েছে।