আমুদরিয়া নিউজ : গত বছরের ৭ অক্টোবর হামাসের সশস্ত্র বাহিনীর হামলায় অপহৃত হন ইজরায়েলের অন্তত ২৫০ জন। প্রায় ১২০০ জনকে হত্যা করে হামাস। সেই অপহৃতদের হদিস করতে গাজায় লাগাতার অবিযান চালাচ্ছে ইজরায়েল। সম্প্রতি দখলিকৃত গাজায় যান ইজরায়েলের প্রেসিডেন্ট বেনজামিন নেতানিয়াহু। তিনি সেখানে গত মঙ্গলবার ওই পুরস্কার ঘোষণা করেন।
আরবের একটি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। ইজরায়েলের প্রেসিডেন্ট জানান, গাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা অপহৃতদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে একেকজনের জন্য ৫০ লাখ ডলার দেওয়া হবে। উপরন্তু, উদ্ধারকারীকে সপরিবারে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।