আমুদরিয়া নিউজ : সোমবার রাত ১০টা নাগাদ মুম্বইয়ের কুর্লা এলাকায় একটি সরকারি বাস নিযন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীদের ধাক্কা মারলে ৬ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা ৪৯ জন। বাসটি কয়েকটি গাড়িতেও ধাক্কা মারে। ওই ঘটনার জেরে এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।। পুলিশ জানায়, ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে।