আমুদরিয়া নিউজ : কিউবায় হারিকেন অস্কারের দাপটে ৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার ওই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিউবার বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সোমবার এ কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। তিনি জানান, কিউবার পূর্বদিকে হারিকেন অস্কারের দাপটে বহু ক্ষতি হয়েছে। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে কিউবার মূল ভূভাগে ঝড়ো বাতাস বয়েছে।
