আমুদরিয়া নিউজ : বুধবার রাতে রাজস্থানের বিকানের শহরে একটি ট্রাক উল্টে গিয়ে গাড়ির উপর পড়ে গেলে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে নোখা থেকে বিকানেরের দিকে আসছিল ট্রাকটি। দেশনোক ওভারব্রিজে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের অনুমান ভারসাম্য হারিয়ে উল্টে যায় ট্রাকটি।
