আমুদরিয়া নিউজ : মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় একটি বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে ৬ জনের। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন একজন প্রাক্তন ডেপুটি পুলিশ সুপারিটেন্ডেন্ট এবং তাঁর তিন বছরের নাতি।
মৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন ডিএসপি অবতার কৃষাণ রায়না (৮১), তাঁর মেয়ে বরখা রায়না, নাতি তাকাশ (৩) ও বছরের গঙ্গা ভগত (১৭), দানিশ ভগত (১৫) এবং আদভিক (৬)। কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত চালাচ্ছে দমকল ও পুলিশ। রাত আড়াইটে নাগাদ আগুন লাগে। গাঢ় ধোঁয়ায় ঘর ভরে যায়। ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়। সেখানে ১০ জন ছিলেন।
বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।