আমুদরয়া নিউজ : লেবাননে ইজরায়েলের হামলা চলছেই। বুধবার সকালে লেবাননে ইদরায়েল বাহিনী বোমা ফেলে একটি পুরভবনে। সে সময়ে সেখানে ছিলেন মেয়র সহ কয়েকজন। হামলায় পুরভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে উদ্ধারকারীরা গিয়ে দেহ উদ্ধার করে। তখনই দেখা যায় সেই শহরের মেয়র সহ ৬ জন মারা গিয়েছেন।