আমুদরিয়া নিউজঃ অত্যাধুনিক অনেক গুলি সিসি ক্যামেরা বসানো হল কোচবিহার জেলার তুফানগঞ্জ ও বক্সিরহাট থানার অন্তর্গত শহর এলাকায়। এদিন তারই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার দ্যুতি মান ভট্টাচার্য। শহর এলাকার মানুষের নিরাপত্তার জন্য এবং দুষ্কৃতি কারীদের উপর নজরদারি চালানোর জন্য ৬০ টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এগুলি উন্নত মানের সিসি ক্যামেরা।
এর মাধ্যমে দ্রুত কোন ঘটনার ফুটেজ দেখা যাবে। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে এর কনট্রোল রুম করা হয়েছে। দুই থানার আই সি-দের মোবাইলের সঙ্গে এই আই পি সিসি ক্যামেরা গুলি সংযোগ করা থাকছে। মোবাইলের মাধ্যমে ওনারা শহরের বিভিন্ন জায়গার চিত্র দেখতে পাবেন বলে জানা গিয়েছে।