আমুদরিয়া নিউজ : এক রাতে ৪ ঘণ্টার মধ্যে ৪টি এটিএমে ঢুকে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে প্রায় ৬৫ লক্ষ টাকা লুট করেছে ৪ জনের একটি দল। কেরলের মপরলম, কোলাঝি,সরনুর ও সরনুর রোড এলাকায়। সিসিটিবি ফুটেজ অনুযায়ী, চার জনের দলটি একটি সাদা গাড়িতে চড়ে এটিএম গুলিতে হানা দেয়।
সকলেই মুখোশ পরা ছিল। এটিএমে ঢুকে তারা প্রথমে সিসি ক্যামেরায় স্প্রে করে রং ছিটিয়ে দেয়। গ্যাস কাটার বের করে মেশিন কেটে টাকা লুট করে। শুক্রবার ভোর সাড়ে ৪টে অবধি ডাকাত দলটি ওই কুকর্ম করেছে। সব কটি এটিএমই এসবিআইয়ের বলে পুলিশ জানিয়েছে।