আমুদরিয়া নিউজ : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হন দেশের দুবারের প্রধানমন্ত্রী। তাঁর বয়স হয়েছিল ৯২। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গেই তাঁকে তাঁকে দিল্লি এইমসে ভর্তি করানো হয়। রাতে সেখানেই তিনি প্রয়াত হয়েছেন।
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।